বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

আবার মাস্কে ফিরল যুক্তরাষ্ট্র

আবার মাস্কে ফিরল যুক্তরাষ্ট্র

দুটো ভ্যাকসিন নেওয়া থাকলেও যুক্তরাষ্ট্রে আবার মাস্ক পরতে হবে। বিশেষ করে কোনো ইনডোর অনুষ্ঠানে বা যেসব জায়গায় করোনা হচ্ছে সেখানে। করোনা আবার ছড়াচ্ছে বলে আগের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলো আমেরিকা। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। সেন্টারের ডিরেক্টর বলেছেন, যারা দুটি ডোজ নিয়েছেন, তারাও করোনারভাইরাস ছড়াতে পারেন। আমেরিকার বেশ কিছু রাজ্য ও বিশ্বের কয়েকটি দেশের তথ্য বিশ্লেষণ করার পরই এই সিদ্ধান্তে এসেছেন তারা। মে মাসেই আমেরিকার সিডিসি জানিয়েছিল, যাদের টিকার দুটি ডোজ সম্পূর্ণ হয়েছে, ইনডোর সেটিংয়ে তাদের মাস্ক পরার প্রয়োজনীয়তা নেই। মাস ঘুরতেই সেই অবস্থান থেকে সরে দাঁড়াল ওই সংস্থা। এখন হোয়াইট হাউসের সমস্ত কর্মচারীকে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। করোনা সংক্রমণে এক সময় বিপর্যস্ত ছিল আমেরিকা। দৈনিক সংক্রমণ থেকে মৃত্যু সমস্ত দিকেই বাকিদের পেছনে ফেলে শীর্ষে পৌঁছে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। টিকাকরণ শুরুর পর পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসে। তবে ডেল্টা বা ভারতীয় ধরন সেই পরিস্থতিকে ফের পাল্টে দিল।

আমেরিকার করোনা পরিস্থিতি : আমেরিকায় প্রতিদিন গড়ে ৫৭ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। তার মধ্যে ২৪ হাজার মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। ৫০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। গত সপ্তাহে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছিলেন, নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন, তাদের মধ্যে ৮০ শতাংশ ডেল্টায় আক্রান্ত।

সর্বশেষ খবর