সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

গলছে গ্রিনল্যান্ডের ‘আইস শিট’ ২ ইঞ্চি তলিয়ে যাবে ফ্লোরিডা!

নাম গ্রিনল্যান্ড হলেও দেশটি বরফে ভর্তি। এই গ্রিনল্যান্ডের ‘আইস শিট’ গলার কথা পরিবেশবিদরা অনেক আগেই জানিয়েছিলেন। আইস শিট হলো বেশ খানিকটা জায়গা জুড়ে একটি বরফের স্তূপ। কখনো কখনো এর আকার একটা ছোটখাটো শহরের মতো হতে পারে। এই আইস শিট যদি পুরো গলে যায় তাহলে উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের উচ্চতা অনেকটা বেড়ে যাবে। যা গোটা বিশ্বের জন্যই বিপদ বয়ে আনবে। তবে প্রথমেই সেই বিপদের সম্মুখীন আমেরিকার ফ্লোরিডা রাজ্য। পরিবেশ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সপ্তাহে গ্রিনল্যান্ডের আইস শিট এতটাই গলেছে যে তার ফলে গোটা ফ্লোরিডা দুই ইঞ্চি (৬ সেমি) জলের তলায় চলে যেতে পারে। এই কথা তাঁরা তাঁদের ওয়েবসাইট পোলার পোর্টালে জানিয়েছেন। শেয়ার করেছেন পোলার পোর্টালের টুইটার হ্যান্ডল থেকেও। বিজ্ঞানীরা বলছেন, ২০১৯ সালের মতো বড় না হলেও এবারের আইস শিট বড় অঞ্চলকে প্রভাবিত করতে পারে। জানা গেছে, প্রায় ২২ গিগাটন বরফ গলে গেছে গত বুধবার। এই বরফ গলা জল জমা হয়েছে সমুদ্রে, জানালেন বেলজিয়ামের লিজ ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞানী জেভিয়ার ফেটোয়েইস। তিনি এবং অন্যান্য আরও গবেষকরা জানাচ্ছেন, ১৯৫০ সালের পর থেকে এটা এক দিনে সব থেকে বেশি বরফ গলায় তৃতীয় স্থানে রয়েছে। এক ও দুই নম্বরে আছে ২০১২ এবং ২০১৯ সালের বরফ গলা।

সর্বশেষ খবর