সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কান্দাহার বিমানবন্দরও চলে যাচ্ছে তালেবান দখলে

আফগানিস্তানের তিনটি গুরুত্বপূর্ণ শহর দখল করার জন্য তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান

তালেবানি হামলায় বিধ্বস্ত আফগানিস্তান। ক্রমশ গোটা দেশের দখল নিচ্ছে তারা। এবার সরাসরি কান্দাহার বিমানবন্দরে হামলা চালাল এই উগ্র গোষ্ঠী। শনিবার রাতে কান্দাহার বিমানবন্দর লক্ষ্য করে পর পর তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। যার জেরে আপাতত বন্ধ বিমানের ওঠানামা। এদিকে তালেবানের যোদ্ধারা এর মধ্যে আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ শহর দখল করার জন্য সরকারি বাহিনীর সঙ্গে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানকার হেরাত, লস্করগাহ এবং কান্দাহার- এই তিনটি শহরে গতকালও সংঘর্ষ অব্যাহত ছিল।  গত পরশু তালেবানের মুহুর্মুহু হামলায় কান্দাহার বিমানবন্দরে কোণঠাসা হয়ে পড়ে আফগান সেনা ও সরকার। তালেবানের পাখির চোখ পশ্চিমের প্রাদেশিক রাজধানী হেরাত এবং দক্ষিণের শহর লস্করে গহ। গুরুত্বের বিচারে আফগানিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কান্দাহার। এই বিমানঘাঁটি থেকে একদিকে আফগান সেনাকে যেমন লজিস্টিক সহায়তা প্রদান করা হয়, তেমনি বিমান হানা চালাতেও মেলে সহায়তা। ফলে এই বিমানঘাঁটি দখল করতে চাইছে তালেবানরা। খবর পাওয়া যাচ্ছে লস্কর গাহ শহরের ভিতরে গতকাল তীব্র লড়াই হয়েছে। এর আগে শনিবার বিদ্রোহী যোদ্ধারা গভর্নরের অফিস থেকে মাত্র কয়েক শ মিটার দূরে অবস্থান করছিল।

সর্বশেষ খবর