সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

থাইল্যান্ডে কি রাজতন্ত্র বিলুপ্ত হবে?

থাইল্যান্ডে থেমে থেমে চলছে বিক্ষোভ-আন্দোলন। এই আন্দোলন দেশটির রাজতন্ত্র নিয়ে। দেশটিতে ১৯৩২ সাল পর্যন্ত সত্যিকারের রাজতন্ত্র কায়েম ছিল। ওই সময় দেশটির রাজা রাজতন্ত্রের বিলোপ ঘটিয়ে গণতন্ত্রের প্রচলন করেন। কিন্তু তারপরও রাজপরিবারের প্রভাব থেকে দেশটি মুক্ত হতে পারেনি। ১৯৩২ সালের পর থাইল্যান্ডে ১৩ বার সফল অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। প্রতিবারই দেশটির রাজা এতে সমর্থন দিয়েছেন।

তবে সম্প্রতি দেশটির মানুষ রাজতন্ত্রের পুরো বিলোপ চেয়ে আন্দোলন করছে। তারা রাজার ওই ক্ষমতা বাতিলসহ ১০ দফা দাবি জানিয়েছে। গত বছরের মাঝামাঝি থেকে এই আন্দোলন শুরু হয়। রাজকীয় ব্যবস্থায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনা ছাড়াও দেশটির বর্তমান সরকারের পদত্যাগের দাবি জানিছেন আন্দোলনকারীরা। রাজার রাজনৈতিক ক্ষমতা কমানো ও রাজপরিবারের খরচ কমানোরও দাবি জানিয়েছেন তারা। থাইল্যান্ডে রাজপরিবারের সমালোচনা করার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদন্ডের বিধান রয়েছে। আর্টিকেল ১১২ আইন অনুযায়ী এই সাজা দেওয়া যায়। গত বছর আন্দোলন শুরু হওয়ার পর এই আইনের আওতায় রাজপরিবারকে অবমাননা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়। সম্প্রতি তাদের ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গত বুধবার থাই রাজা মাহা ওয়াচিরালংকনের জন্মদিন গেছে। সেদিন হলুদের পরিবর্তে কালো পোশাক পরতে সামাজিক মাধ্যমে প্রচারণা চালানো হয়েছিল। গণতন্ত্রপন্থি আন্দোলন আপাতত মিইয়ে গেলেও প্রকাশ্যে যে রাজপরিবারের সংস্কারের কথা তোলা গেছে সেটাকেই বড় অর্জন হিসেবে দেখছেন থাই শিক্ষাবিদ পাভিন চাচাভালপোঙপুন।

সর্বশেষ খবর