সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ক্ষমা চাইলেন জেসিন্ডা

ক্ষমা চাইলেন জেসিন্ডা

প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশ থেকে যাওয়া অভিবাসী শ্রমিকদের ওপর সাড়ে চার দশক আগে চালানো অসংখ্য অভিযানের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। প্রায়শই ভোরের দিকে হওয়া সেসব ‘ডন রেইডে’ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে যাওয়া যেসব শ্রমিক ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও নিউজিল্যান্ডে থাকছিলেন, তাদের ধরে বিচারের মুখোমুখি ও দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত চলা ওই অভিযানগুলোর সময় নিউ জিল্যান্ডের অর্থনীতিতে মন্দা চলছিল। সে সময়ই দেশটির সরকার প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দেশের শ্রমিকদের ওপর খড়্গহস্ত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর