মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দেড় বছরের মধ্যেই ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল : অভিষেক ব্যানার্জি

কলকাতা প্রতিনিধি

দেড় বছরের মধ্যেই ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল : অভিষেক ব্যানার্জি

গেল পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে বিপুল জয় পেয়ে তৃতীয় বারের জন্য সরকারে এসেছে তৃণমূল কংগ্রেস। এবার তাদের লক্ষ্য প্রতিবেশী রাজ্য ত্রিপুরা। ২০২৩ সালে বিজেপি শাসিত ত্রিপুরায় বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনের আগে বিপ্লব দেবের রাজ্যে নিজেদের সংগঠন বাড়াতে মরিয়া মমতা ব্যানার্জির দল। তার তৎপরতাও শুরু হয়ে গেছে।

গত সপ্তাহেই ত্রিপুরার হাওয়া বুঝতে তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে) সংস্থা আইপ্যাক-এর ২৩ সদস্যের একটি দল আগরতলায় যায়। এরপর সংগঠনকে মজুবত করার লক্ষ্যে গতকাল ত্রিপুরা সফরে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক ব্যানার্জি। যদিও ত্রিপুরার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। দুপুরে দলের নেতা-কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে অভিষেক বলেন, ‘আজ থেকে লড়াই শুরু হলো। আজকের তারিখটা লিখে রাখুন দেড় বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় ক্ষমতায় আসবে। বিজেপি এই রাজ্যটাকে জল্লাদের উল্লাস মঞ্চে পরিণিত করেছে। বিপ্লব দেব ও বিজেপির ক্ষমতা থাকতে আমাদের আটকে দেখাক।’

সর্বশেষ খবর