মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে করোনার অবনতির আশঙ্কা

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। বিশেষ করে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ জানিয়েছেন তিনি। এবিসি টেলিভিশনের দিস উইক শোতে অংশ নিয়ে নিজের এমন উদ্বেগের কথা জানান বাইডেন প্রশাসনের এই শীর্ষ চিকিৎসা উপদেষ্টা। ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রের সামগ্রিক করোনা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ জন্য বিশেষ করে এখনো যারা টিকা নেয়নি তাদের দোষারোপ করেন ফাউচি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়ায় যারা এখনো টিকা নেয়নি, তারাও টিকা নেওয়ার কথা ভাবছে। তবে আরও লাখ লাখ মানুষ বলছেন, স্বাস্থ্য কর্মকর্তারা যতই পীড়াপীড়ি করুক, তাদের টিকা নেওয়ার আদৌ কোনো ইচ্ছা নেই। অ্যান্থনি ফাউচি বলেন, ‘টিকা নিয়ে আপনি নিজেকে গুরুতর অসুস্থ হওয়া এবং মৃত্যুর হাত থেকে রক্ষা

করছেন। আর যারা টিকা নিচ্ছে না, তারা কার্যত ভাইরাসের বংশ বিস্তারে সাহায্য করছে।’ যুক্তরাষ্ট্রে সম্প্রতি দৈনিক ৭০ হাজার নতুন করোনাভাইরাস সংক্রমণের রেকর্ড তৈরি হয়েছে। গত ফেব্রুয়ারির পর এটাই সর্বোচ্চ হার। এই সংখ্যা গত ছয় সপ্তাহ ধরে প্রায় ৬০ হাজার করে ছিল। কিছু গবেষক আরও বড় ধরনের সংক্রমণের পূর্বাভাস দিচ্ছেন।

আগস্টের শেষ দিকে ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা। সেক্ষেত্রে দৈনিক ১ লাখ ৪০ হাজার থেকে ৩ লক্ষাধিক মানুষ এই ভ্যারিয়েন্টে সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বিজ্ঞানীরা এখন বলছেন, যারা ইতিমধ্যেই টিকা নিয়েছে, তাদের মাধ্যমেও এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পরতে পারে। মার্কিন সরকারের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি গত সপ্তাহে একটি নতুন নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, দেশের কোনো কোনো অংশে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ফলে ওইসব এলাকায় যারা এরই মধ্যে টিকা নিয়েছেন, তাদেরও মাস্ক পরা উচিত।

সর্বশেষ খবর