বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন রাইসি

প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন রাইসি

ইবরাহিম রাইসি ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনী। গতকাল তেহরানে তাকে প্রেসিডেন্ট হিসেবে সত্যয়ন করেন তিনি। এর মাধ্যমে রাইসি আগামী চার বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে কাজ করার আনুষ্ঠানিক দায়িত্ব পেলেন। গত ১৮ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের সাবেক প্রধান ইবরাহিম রাইসি ভূমিধস বিজয় লাভ করেন। রাইসিকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দেওয়ার পরপরই প্রেসিডেন্ট ড. হাসান রুহানির ক্ষমতার মেয়াদ শেষ হলো। রুহানি গত দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন।

সর্বশেষ খবর