বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জান্তার প্রতিশ্রুতি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

জান্তার প্রতিশ্রুতি প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

২০২৩ সালের আগস্টের মধ্যে মিয়ানমারে জাতীয় নির্বাচন আয়োজনের যে প্রতিশ্রুতি দেশটির জান্তা দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। গণতান্ত্রিক সরকারকে বন্দুকের নলে সরিয়ে দেওয়ার ছয় মাসের মাথায় মিয়ানমারের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন জান্তাপ্রধান মিন অং হ্লাইং। তিনি গত রোববার ঘোষণা দিয়েছেন আগামী দুই বছরের মধ্যে জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচনের আয়োজন করবেন। কিন্তু তার এমন প্রতিশ্রুতি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন প্রশাসন বলেছে, দুই বছর সময় নিয়ে মিয়ানমারের জান্তা সময়ক্ষেপণ করছে।

সর্বশেষ খবর