শিরোনাম
রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

৯/১১ হামলার গোপন নথি প্রকাশ দাবি নিহতদের পরিবারের

না হলে স্মরণানুষ্ঠানে বাইডেনকে ‘না’

৯/১১ হামলার গোপন নথি প্রকাশ দাবি নিহতদের পরিবারের

যুক্তরাষ্ট্রের কাছে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলা সম্পর্কিত যেসব গোপন নথি আছে তা যদি উন্মুক্ত না করা হয় তাহলে স্মরণ অনুষ্ঠানগুলোতে প্রেসিডেন্ট জো বাইডেনকে আসতে না করেছে হামলায় হতাহতদের পরিবার।  প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে পরিবারগুলোর প্রায় ১ হাজার ৮০০ সদস্য ৯/১১ হামলা সংক্রান্ত গোপন নথি দ্রুত প্রকাশের আহ্‌বানও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। গোপন নথিগুলোতে দুই দশক আগের হামলার ষড়যন্ত্রের সঙ্গে সৌদি কর্মকর্তারা যে জড়িত তা বেরিয়ে আসবে বলে সন্দেহ অনেকের। বিশ্বকে ঝাঁকুনি দেওয়া ওই ৯/১১ হামলায় প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ওই হামলা চালিয়েছিল, যার সূত্র ধরে পরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ অভিযানের সূচনা হয়। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ একাধিক মার্কিন স্থাপনায় চালানো সেদিনের হামলায় জড়িত বিমান ছিনতাইকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিলেন সৌদি নাগরিক। হামলায় হতাহতদের পরিবারের সদস্যদের লেখা চিঠিতে স্মরণ অনুষ্ঠানের পাশাপাশি নিউইয়র্ক, ভার্জিনিয়া ও পেনসিলভেনিয়ার যে ৩টি স্থানে হামলা হয়েছে সেগুলো থেকেও দূরে থাকতে বাইডেনকে অনুরোধ করা হয়েছে। বিবিসি

সর্বশেষ খবর