রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পেট্রোল ও ডিজেল যানবাহন বন্ধে ইউরোপের পরিকল্পনা

পরিবেশ দূষণকারী যানবাহন বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইইউ

বিশ্বজুড়ে অতিরিক্ত তাপদাহ, দাবানল এবং বন্যার ব্যাপকতা আদতে জলবায়ু পরিবর্তনের প্রতিচ্ছবি। তাই পরিবেশ দূষণ রোধে ২০৩৫ সালের মধ্যে পেট্রোল ও ডিজেল গাড়ি বিক্রয় বন্ধের লক্ষ্য ইউরোপের।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে পরিবেশ দূষণকারী যানবাহন বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ছাড়াও ইউরোপ ২০৫০ সালের মধ্যে বিশ্বের প্রথম জলবায়ু নিরপেক্ষ মহাদেশ হতে চায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিবেশ দূষণকারী যানবাহন বন্ধ হয়ে গেলে হাইব্রিড গাড়িগুলো চলে যাবে বিপন্নের তালিকায় এবং সম্পূর্ণ বৈদ্যুতিক মডেলের গাড়ির ব্যবহার বাড়বে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন জানায়, ২০৩০ সালের মধ্যে অটো ইন্ডাস্ট্রির মাধ্যমে নতুন গাড়ির গড় দূষণ নির্গমন ৫৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা হবে। আর ২০৩৫ সালের মধ্যে ১০০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার অর্থ হলো, সে বছর থেকে নিবন্ধিত নতুন গাড়ির দূষণ নির্গমনের পরিমাণ অবশ্যই শূন্য হতে হবে।

সর্বশেষ খবর