মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করলেন নরেন্দ্র মোদি

নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করলেন নরেন্দ্র মোদি

প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল  বিকালে ওই বৈঠকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল সমুদ্রের সুরক্ষা ও পারস্পরিক সহযোগিতা। একই সঙ্গে বৈঠকে উঠে আফগানিস্তান প্রসঙ্গও। এক মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতি হয়েছে ভারত। ২০২১-২২ সালে প্রথমবারের জন্য এই দায়িত্ব নিল ভারত। ফ্রান্সের হাত থেকে ১ আগস্ট ভারত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেছে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ভারতের কার্যকাল শুরু হয়েছে ২ আগস্ট থেকে। তারপরই নিরাপত্তা পরিষদে ভারতের নেতৃত্বে নিরাপত্তা পরিষদে আলোচনা শুরু হয় গতকাল। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনসহ একাধিক রাষ্ট্রনেতা।

সদস্য দেশগুলোর উদ্দেশে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘মহাসাগর আমাদের যৌথ ঐতিহ্য। আজ সমুদ্রের সুরক্ষায় জলদস্যুদের থেকে শুরু করে সন্ত্রাসবাদ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের ভবিষ্যতের জন্য মহাসাগরগুলো অত্যন্ত জরুরি। আমাদের উচিত সামুদ্রিক বাণিজ্যের বাধা তুলে দেওয়া। অতীত কাল থেকেই মুক্ত বাণিজ্যে বিশ্বাসী ভারত। সামুদ্রিক মুক্ত বাণিজ্যে বাধা বিশ্ব অর্থনীতির জন্য চ্যালেঞ্জ।’

সর্বশেষ খবর