শিরোনাম
মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নিউইয়র্ক গভর্নরের বিরুদ্ধে মুখ খুললেন আরও এক নারী

নিউইয়র্ক গভর্নরের বিরুদ্ধে মুখ খুললেন আরও এক নারী

আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। সম্প্রতি গভর্নর কুমোর বিরুদ্ধে ১৪ নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এবার গভর্নরের নির্বাহী সহকারী ব্রিটানি কমিসো অভিযোগ করে বলেছেন, গর্ভনর অ্যান্ডু কুমো তার সঙ্গে যৌন হয়রানি করেছেন। এর দায়ে তাকে বিচারের আওতায় আনা দরকার। ৩২ বছর বয়সী কমিসো প্রথমবারের মতো ঘটনার বিস্তারিত তুলে ধরলেন, যখন কুমোর বিরুদ্ধে ১৪ নারীকে যৌন হয়রানির সত্যতা পাওয়া গেছে।

তদন্ত রিপোর্টে। কমিসো অভিযোগ করেন, তিনি যখন গর্ভনরের অধীনে কাজ করছিলেন, তখন তিনি (গর্ভনর) তার সঙ্গে যা করেছেন, তা ছিল অপরাধ। এর আগে, এনা রাচ ও শার্লট ব্যানেট নামের দুই নারী কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। যদিও ৬৩ বছর বয়সী কুমো এসব অভিযোগ অস্বীকার করছেন এবং পদ ছাড়তেও নারাজ।

গত বছর গভর্নর কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন একাধিক নারী। এরপর তদন্তে নামে স্বাধীন তদন্ত কমিশন। তদন্তকারী টিম পাঁচ মাসে প্রায় ২০০ জনের জবানবন্দি নেন। তদন্তের অংশ হিসেবে কয়েক হাজার নথি, খুদেবার্তা ও ছবি পর্যালোচনা করা হয়।

সর্বশেষ খবর