মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা
গ্রিসে দাবানল

নিঃশ্বাস নিতে পারছে না স্থানীয় বাসিন্দারা

গ্রিসের এভিয়া দ্বীপে দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। সমুদ্রপথে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এ পর্যন্ত ২০০০ এর বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এভিয়া দ্বীপের উত্তরাঞ্চলীয় এলাকার মেয়র জিয়ানিস কন্টজিয়াস বলেছেন,  দ্বীপের কিছু অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি ওয়াটার বোম্বিং পেন ও হেলিকপ্টারের সহায়তা চেয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা কেন্দ্রীয় সরকারের কাছে আরও সাহায্যের আবেদন জানিয়েছেন। পর্যাপ্ত সাহায্য পাঠাচ্ছে না সরকার। সম্প্রতি সময়ে বেশ কয়েকটি দাবানলের ঘটনা ঘটছে গ্রিসে। এদিকে গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি অগ্নিনির্বাপক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় সময় রবিবার দেশটির পশ্চিমাঞ্চলের জাকিনথোস দ্বীপে এ ঘটনা ঘটে। পাইলট বেঁচে গেছেন।

সর্বশেষ খবর