বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি রাহুল গান্ধীর

কলকাতা প্রতিনিধি

কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি রাহুল গান্ধীর

ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল ‘জম্মু-কাশ্মীর’কে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। সেই সঙ্গে তিনি অবিলম্বে সেখানে সুষ্ঠু ও অবাধ নির্বাচন শুরুর প্রক্রিয়া চালু করা হোক। কংগ্রেসের এই সিনিয়র নেতা দুই দিনের জম্মু-কাশ্মীর সফরে গেছেন। সেখানে তিনি এই দাবি করেছেন। দুই বছর আগে জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা প্রত্যহারের পর সোমবারই প্রথম ওই উপত্যকা সফরে যান রাহুল। গতকাল বিকালে শ্রীনগরে কংগ্রেসের নবনির্মিত সদর দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে রাহুল বলেন, ‘জম্মু-কাশ্মীর নিয়ে আমাদের দলের অবস্থান খুবই স্পষ্ট। যত শিগগির সম্ভব জম্মু-কাশ্মীরকে তার রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে।

সর্বশেষ খবর