বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ঘরে ফিরছে সেই হাতির দল

ঘরে ফিরছে সেই হাতির দল

চীনের  ইউনান প্রদেশে দলবেঁধে ঘুরে বেড়ানো হাতিরা গোটা বিশ্বে সংবাদ শিরোনামে আছে গত কয়েক মাস ধরে। এখন তারা ঘরে ফেরার পথে রয়েছে। হাতিগুলোর মূল আস্তানা ইউনান প্রদেশের শিশুয়াংবানা সংরক্ষিত বনাঞ্চল। কিন্তু গত বছর মার্চ মাসে হঠাৎ সেগুলো উত্তরের দিকে রওয়ানা দেয়। তারা কেন হঠাৎ করে মূল আস্তানা ছেড়ে অন্যদিকে রওয়ানা হয়েছিল সেটা এখনো অজানা। তবে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তারা আবার ঘরে ফিরতে শুরু করেছে। এশিয়ার হাতি ইতিমধ্যে বিলুপ্তপ্রায় প্রাণীদের লাল তালিকায় উঠে গেছে। তবে চীনে রাষ্ট্রীয়ভাবে সেগুলোকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। তাই হাতির দল যখন অন্যত্র যাচ্ছিল, তখন সেগুলো যাতে মানুষের ক্ষতি না করে এবং একই সঙ্গে হাতিগুলোরও যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিতে তৎপর ছিল বিভিন্ন আঞ্চলিক কর্তৃপক্ষ। এ জন্য ড্রোন দিয়ে হাতির দলটিকে পর্যবেক্ষণ করা হয়েছে। মজার ব্যাপার জন্য হাতির দলের জন্য খাবারের ব্যবস্থাও ছিল। স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা তাদের উৎসাহ নিয়ে খাইয়েছেন। বুনো হাতির দলকে খাওয়ানোর সুযোগ তো আর সহজে মেলে না। অনেক মানুষ হাতির দলটি দেখে খুশি হলেও যাত্রাপথে বিভিন্ন ঘরবাড়ি এবং খামার নষ্ট করেছে প্রাণীগুলো। এখন পর্যন্ত তারা যে ক্ষতি করেছে অর্থের বিচারে তা ১০ লাখ ডলারের মতো। তবে যাত্রাপথে তারা নিজেদের বসবাসের উপযোগী তেমন কোনো জায়গা খুঁজে পায়নি। ধারণা করা হচ্ছে, এজন্যই সম্ভবত তারা পুরনো ঘরে ফিরছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর