বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

যা বললেন ট্রুডো

যা বললেন ট্রুডো

মাইকেল স্পাভোর নামে কানাডার এক ব্যবসায়ীকে চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১১ বছরের কারাদন্ড দেওয়ার ঘটনায় এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল চীনের ডানডং শহরের একটি আদালতের এ রায়ের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘এটি অগ্রহণযোগ্য এবং অন্যায়।’ গুপ্তরচরবৃত্তি এবং বিদেশি রাষ্ট্রের গোপনীয়তার বিধান লঙ্ঘন করায় মাইকেল স্পাভোরকে ১১ বছরের সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ৫০ হাজার ইয়েন মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে সাবেক এক কূটনীতিকসহ মাইকেল স্পাভোরকে আটক করে চীন।

এদিকে, কানাডার আরেক নাগরিক রবার্ট লয়েড শেলেনবার্গের বিরুদ্ধে দেয়া মৃত্যুদন্ডের আদেশও বহাল রেখেছেন চীনের একটি আদালত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর