বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রোমে বিশ্বশান্তি বৈঠকে আমন্ত্রিত মমতা

রোমে বিশ্বশান্তি বৈঠকে আমন্ত্রিত মমতা

রোমে বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রিত হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ৬ এবং ৭ অক্টোবর ওই বৈঠক অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র এসে পৌঁছেছে মুখ্যমন্ত্রীর কাছে। পত্রের শুরুতেই সামাজিক ক্ষেত্রে মমতা ব্যানার্জির অবদানের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন সংস্থাটির প্রধান প্রফেসর মার্কো ইমপ্যাগলিয়াজো। চিঠিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে তিনি লেখেন, ‘গত ১০ বছরে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে আপনার অবদানের জন্য ব্যক্তিগত অভিনন্দন।’ সংগঠনটি সম্পর্কে সংক্ষেপে জানানো হয়, এটি বিশ্ব শান্তি, সৌভ্রাতৃত্ববোধ, দুস্থদের সাহায্য করছে।

 ও অসহায়দের হয়ে কাজ করে কমিউনিটি অব স্যান্টইগিডিও। এই সংগঠনের সব কর্মীই স্বেচ্ছাসেবী, যাঁরা সামাজিক ন্যায় ও দুস্থদের জন্য কয়েক দশক ধরে লড়াই করে চলেছেন।

সর্বশেষ খবর