শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা
গবেষণা

‘হার্ড ইমিউনিটি’ হয়ে গেলেও থামবে না করোনা মহামারী

‘হার্ড ইমিউনিটি’ হয়ে গেলেও থামবে না করোনা মহামারী

আগে মনে করা হয়েছিল, করোনাভাইরাস রুখতে মানুষের শরীরে ধীরে ধীরে ‘হার্ড ইমিউনিটি’ তৈরি হয়ে যাবে, অর্থাৎ একটি বড় গোষ্ঠীর মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে। কিন্তু বিজ্ঞানীদের গবেষণা বলছে, পুরো গোষ্ঠী সংক্রমিত হয়ে গেলেও মহামারী থামবে না। ‘হার্ড ইমিউনিটি’ হয়ে গেলেও না।  অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অব পেডিয়াট্রিকস’-এর অন্তর্গত ভ্যাকসিন গবেষণা দলের প্রধান অধ্যাপক অ্যান্ড্রু  পোলার্ড বলেন, ‘কভিড ছড়ানো রুখতে ব্যর্থ ভ্যাকসিন। এটা স্পষ্ট হয়ে গেছে। হার্ড ইমিউনিটির বিষয়টিও এখন ‘কাল্পনিক তত্ত্ব’ হয়ে দাঁড়িয়েছে।’ তিনি একটি আলোচনাসভায় আরও বলেন, ‘আসলে সমস্যা হচ্ছে, এই ভাইরাসটি হাম নয়। কোনো জনগোষ্ঠীর ৯৫ শতাংশ বাসিন্দাকে যদি হামের টিকা দেওয়া হয়, ভাইরাস আর ছড়াতে পারবে না। ডেল্টা ভ্যারিয়েন্ট কিন্তু এর পরেও ছড়াবে। যাঁরা টিকা পেয়েছে, তাঁদের শরীরেও ছড়াবে। তার মানে একে থামানোর কোনো পথ নেই। এটা চলতেই থাকবে।’ তবে যাঁদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, তাঁদের সংক্রমিত হওয়ার ভয় অনেক কম।

তুলনায় যাঁরা টিকা নেননি, তাঁদের করোনা-আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। যে কারণে পৃথিবীর সব দেশে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশ এ-ও বলেন, যদি সংক্রমিতও হন, টিকা নেওয়া থাকলে বাড়াবাড়ি হবে না। হাসপাতালে ভর্তি হতে হবে না।

সর্বশেষ খবর