শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জাপান উপকূলে জাহাজ ভেঙে দুই টুকরা

জাপানের উত্তরাঞ্চলীয় উপকূলে  পানামার পতাকাবাহী একটি মালবাহী জাহাজ ভেঙে দুই টুকরা হয়ে গেছে। জাহাজটি থেকে সমুদ্রে তেল ছড়িয়ে পড়ছে। গতকাল সকালে সাগরে পাঁচ  কিলোমিটার দীর্ঘ এবং এক কিলোমিটার চওড়া তেলের আস্তরণও দেখা গেছে।

জাহাজটিতে চীন ও ফিলিপিনসের ২১ ক্রু ছিলেন। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে। তেল পড়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তেল তীরে পৌঁছানোর কোনো লক্ষণ নেই বলে আশ্বস্ত করেছে কোস্টগার্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল নৌকাগুলো ব্যবস্থা নিচ্ছে বলেও জানিয়েছে তারা।

 

সর্বশেষ খবর