শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কাবুলের ৫০ কিলোমিটার দূরে তালেবান

তিন হাজার সেনা পাঠিয়ে মার্কিন নাগরিকদের ফেরাবে পেন্টাগন

কাবুলের ৫০ কিলোমিটার দূরে তালেবান

সেনা প্রত্যাহার পর্ব চলাকালেই আফগানিস্তানে নতুন করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। তবে তালেবানের অগ্রগতি ঠেকাতে নয়, সেখানে কর্মরত আমেরিকানদের ‘নিরাপদে’ দেশে ফেরাতে। জো বাইডেন সরকারের পররাষ্ট্র দফতরসূত্রের খবর, আমেরিকার নাগরিকদের পাশাপাশি আমেরিকায় ভিসার আবেদন মঞ্জুর হওয়া বিদেশিরাও এ সেনা নিরাপত্তার সুযোগ পাবেন। আর এ কাজ সুচারুভাবে করতে ৩ হাজার সেনা সদস্যকে আফগানিস্তানে পাঠানো হচ্ছে।

আফগানিস্তানে ২৪ ঘণ্টায় পুল-ই-আলম, ফেরুজ কোহ, কালা-ই নাও এবং লস্কর গাহ দখল করেছে তালেবান মিলিশিয়ারা। নতুন করে তালেবানের নিয়ন্ত্রণে এসেছে হেরাত ও কান্দাহারের শহরগুলোও। সব মিলিয়ে দেশটির ১৬টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

এরই মধ্যে গতকাল রাজধানী কাবুলের মাত্র ৫০ কিলোমিটার দূরে পৌঁছে গেছে তালেবান বাহিনী। লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলম তারা কবজা করেছে বলে খবর মিলেছে। ওই প্রদেশ থেকে আফগান পার্লামেন্টে নির্বাচিত নেতা সাইদ কারিবুল্লাহ সদর বলেছেন, ‘প্রাণভয়ে মানুষ পুল-ই-আলম ছেড়ে পালাচ্ছে।’

এদিকে আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। তিনি বলেন, ‘পশ্চিমা দেশগুলোকে বুঝতে হবে তালেবান কোনো আলাদা সত্তা নয়, এখানে অন্য অনেক পক্ষের স্বার্থ রয়েছে। ব্রিটেন এটি ১৮৩০ সালের দিকেই বুঝতে পেরেছিল। আফগানিস্তান এমন একটি দেশ যা বিভিন্ন যুদ্ধনেতা এবং বিভিন্ন প্রদেশ ও সম্প্রদায়ের অধীনে পরিচালিত হয়। আমার ধারণা, দেশটি এখন গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে।’

তালেবানের অবিশ্বাস্য সামরিক সাফল্যের দিকে আফগান সরকার তো বটেই, পুরো বিশ্বই এখন হাঁ হয়ে তাকিয়ে আছে। গত সাত দিনে তারা ১৬টির বেশি প্রাদেশিক রাজধানী দখল করেছে। এত দিন আফগানিস্তানের উত্তরাঞ্চলে তালেবানরা তেমন কোনো সফলতা দেখাতে পারেনি। কিন্তু এবার উত্তরের শহরগুলোও দখল করে নিয়েছে সংগঠনটি। দেশটিতে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য ৩ লাখের বেশি। এ ছাড়া আছে বিমানবাহিনী। তার পরও মাত্র ৬০ থেকে ৮০ হাজার সদস্যের তালেবানের সঙ্গে তারা পারছে না। তালেবানের এ সামরিক সাফল্যে অবাক খোদ যুক্তরাষ্ট্রও। অধিকাংশ পশ্চিমা সামরিক বিশ্লেষক এখন বলছেন, ন্যাটো বাহিনী তালেবানের কোনো ক্ষতি তো করতে পারেইনি, বরং গত ২০ বছরের মধ্যে তালেবান এখন সব থেকে শক্তিধর।

অন্যদিক ফের সেনা পাঠানোর ব্যাপারে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি গতকাল বলেন, ‘আফগানিস্তানে বিভিন্ন দায়িত্বে থাকা আমেরিকার সংস্থা ও তাদের সহযোগীদের নিরাপত্তার  উদ্দেশ্যেই এ পদক্ষেপ।’

সর্বশেষ খবর