শনিবার, ১৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

প্রধান বিজ্ঞানী গ্রেফতার

আলেকজান্ডার কুরানভ রাশিয়ার একজন প্রথম সারির বিজ্ঞানী। ৭৩ বছরের এ বিজ্ঞানী দীর্ঘদিন ধরে হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছেন। সোভিয়েত ইউনিয়নের সময়ও তিনি জাতীয় স্তরের বিজ্ঞানী ছিলেন। বহু সামরিক প্রকল্পে কাজ করেছেন। রাশিয়ার প্রশাসনের বক্তব্য, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন ওই বিজ্ঞানী। গোপন তথ্য বিদেশি নাগরিকের হাতে তুলে দিয়েছেন। তবে বিজ্ঞানী ঠিক কোন তথ্য পাচার করেছেন এবং কাকে পাচার করেছেন তা নিয়ে বিস্তারিত জানায়নি রাশিয়ার প্রশাসন। সেন্ট পিটার্সবুর্গে স্টেট হাইপারসনিক সিস্টেম রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ছিলেন আলেকজান্ডার।

সর্বশেষ খবর