রবিবার, ১৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা
নতুন আইন পাস

আসামে মঠ-মন্দিরের ৫ কিমির মধ্যে গোমাংস বেচাকেনা নিষিদ্ধ

গৌতম লাহিড়ী

মঠ-মন্দির চত্বর থেকে ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে গোমাংস কেনাবেচা নিষিদ্ধ করেছে আসাম রাজ্য সরকার। বিরোধী দলের সদস্যদের প্রবল বাধাবিপত্তি সত্ত্বেও শুক্রবার ধ্বনি ভোটে রাজ্যটির বিধানসভা এ নিষেধাজ্ঞাসংক্রান্ত আইন পাস করে যার নাম ‘আসাম ক্যাটেল প্রিজারভেশন বিল, ২০২১’। শুক্রবার বিধানসভা অধিবেশনে গো সংরক্ষণ বিল নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন কংগ্রেস ও ইউডিএফ দলের বিধায়করা। তাদের বক্তব্য, এ বিল পাস হলে আসামের অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়বে। তাদের আরও অভিমত, গোপালক ও কৃষকের সঙ্গে আলোচনা না করেই এ বিল তৈরি হয়েছে। এ বিল পাস হলে পশু পালনের ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

সর্বশেষ খবর