সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

‘নিরাপদ’ পেশা নয়, তবু এগিয়ে চলেছেন আনিসা

‘নিরাপদ’ পেশা নয়, তবু এগিয়ে চলেছেন আনিসা

আনিসা সাহিদ

সবচেয়ে কঠিন, সবচেয়ে বন্ধুর সেই পথ পাড়ি দিয়েই এগিয়ে চলছেন আনিসা সাহিদ। আফগান সাংবাদিকতার উজ্জ্বল মুখ। তালেবান জমানাতেই বেড়ে উঠেছেন আনিসা সাহিদ। আফগান সাংবাদিকতার উজ্জ্বল মুখ আনিসা সাহিদকে ভবিষ্যতেও ওই বন্ধুর পথই পাড়ি দিতে হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এ দেশে মেয়েদের চলার পথ কখনই মসৃণ ছিল না, এখনো না। তারপরও দিনের পর দিন অপেক্ষা, কবে শান্তিতে স্কুলে যেতে পারবেন। এরপর ২০০১ সালে তালিবানমুক্ত আফগানিস্তানে কাবুল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা। তারপর ২০০৯ সালে দেশের সবচেয়ে জনপ্রিয় সংবাদমাধ্যমে যুক্ত হন অনিসা। কিন্তু ছোট থেকেই বাবা চেয়েছিলেন মেয়ে শিক্ষকতার সঙ্গে যুক্ত হোক। কারণ যে দেশে মেয়েদের বাকস্বাধীনতা প্রায় নেই বললেই চলে, সেখানে সাংবাদিকতা যে ‘নিরাপদ পেশা’ নয়, তা বারবার বোঝানো হতো তাকে। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল আনিসা। আফগানিস্তানের না-বলা কাহিনি গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছানোর তাগিদে তিনি প্রতিদিন লড়াই করে বেঁচে আছেন। নিত্যদিন নতুন নতুন রাস্তা দিয়ে তাঁকে অফিসে পৌঁছতে হয়। প্রতিটি পদক্ষেপ নিতে হয় সাবধানে। সতর্ক থাকতে হয় ফোন ধরার সময়। এপ্রিলেই আফগানিস্তানের সাংবাদিকতার জগতের উজ্জ্বল মুখ হিসেবে তাকে সম্মাননা জানানো হয়েছে। তালেবানের একপ্রকার অত্যাচারে তোলপাড় আফগানিস্তান। এমন মুহুর্তে আনিসা বলেন, বর্তমানে আফগানিস্তানের এই ভয়াবহ পরিস্থিতিতে তিনি যথেষ্ট শঙ্কিত। দেশের ক্ষমতায় তালেবান এলেই (ইতিমধ্যে গোটা দেশ তালেবানের দখলে) শরিয়তি শাসনব্যবস্থা শুরু হওয়ার ঘোর সম্ভাবনা রয়েছে। মেয়েদের ওপর যে অত্যাচার চলছে, এমনকি সার্বিকভাবে আফগানিস্তানের মানুষ যে ত্রস্ত, এমন পরিস্থিতিতে আনিসা জানান, দেশের মানুষ শান্তি চাইছেন! তিনিও শান্তিপূর্ণ আফগানিস্তানে বাঁচতে চান, জানিয়েছেন আনিসা।

সর্বশেষ খবর