সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা
পাকিস্তান

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল করাচি, নিহত ১৩

আবার ভয়াবহ গ্রেনেড হামলা পাকিস্তানে। শনিবার সে দেশের স্বাধীনতা দিবসের দিন রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে করাচির বালদিয়া শহরের মাওয়াচ গথ এলাকায়। ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। মৃতদের মধ্যে ছয়জন মহিলা এবং চার শিশুও রয়েছে। পাকিস্তানের একাধিক সংবাদ সংস্থার তরফে প্রকাশিত খবর অনুযায়ী, রাতে আচমকাই মাওয়াচ গথ এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তীব্রতায় কেঁপে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ এবং সন্ত্রাস দমন শাখার আধিকারিকরা। উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় আহতদের। তবে কারা এই ঘটনার পেছনে তা এখনো জানা যায়নি। তবে সন্দেহ এ ঘটনার পেছনে সন্ত্রাসবাদী কোনো সংগঠনের হাত থাকতে পারে। এ প্রসঙ্গে পাকিস্তান পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল ইমরান ইয়াকুব বলেন, ‘এই ঘটনার জন্য কারা দায়ী তা এখনই বলা সম্ভব নয়। তবে তদন্ত শুরু হয়েছে। উপযুক্ত প্রমাণ না পেলে বোঝা যাবে না। তবে এই ঘটনার  পেছনে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের থাকার সম্ভাবনাই বেশি।’ নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র এক পুলিশ কর্মকর্তা বলেছেন, এটা ছিল সন্ত্রাসী হামলা। তিনি আরও বলেছেন, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াডের ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডের লিভার খুঁজে পেয়েছেন।

সর্বশেষ খবর