মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

হাইতিতে ভূমিকম্পে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

হাইতিতে ভয়াবহ ভূমিকম্পে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গতকাল পর্যন্ত দেশটির পক্ষে মৃতের সংখ্যা বলা হয়েছে ১২৯৭ জন। সেই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করছে প্রশাসন। ভেঙে পড়া বাড়িঘরের নিচে এখনো অনেকেই চাপা পড়ে আছে বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দলগুলো। আহত অন্তত ৫,?৭০০ জন। গত শনিবার রিখটার স্কেলে ৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে হাইতি। রাজধানী পোর্ট-অব-প্রিন্সের ১২৫ কিলোমিটার পশ্চিমে এই ভূমিকম্পের উৎসস্থল। প্রচন্ড ভূকম্পনে ছোট-বড় সব বাড়ি চোখের নিমেষে ধুলোয় মিশে যায়। এমনকি অনেকে বাড়ির বাইরে বেরোনোর সময়ও পাননি। এর মধ্যেই আবার রবিবার সেখানে প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা ছিল। এ প্রসঙ্গে হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি জানিয়েছেন, ঝড়ের পূর্বাভাস পেয়ে বেশ কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার কাজ চলছিল। তার মধ্যে ভূমিকম্পের ঘটনা গোটা পরিস্থিতিকে আরও জটিল করেছে। ইতিমধ্যে হাইতি সরকারকে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাহায্যের কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ইতিমধ্যে হাইতিতে অত্যাধুনিক সরঞ্জামসহ উদ্ধারকারী দল পাঠিয়েছে আমেরিকা। রাডার, সোনারের মতো যন্ত্র নিয়ে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া মানুষের অনুসন্ধান চালাচ্ছে তারা।

সর্বশেষ খবর