বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দৈনিক খরচ আড়াই হাজার কোটি টাকারও বেশি

এক সপ্তাহ আগেও আফগানিস্তানের রাজধানী কাবুলের চেহারা ছিল অন্যরকম। মার্কিন অস্ত্রে সুসজ্জিত আফগান সেনাদের টহল দেখা যেত। সেই রাজধানী কাবুলের সড়কে সড়কে চলছে তালেবান সদস্যদের মহড়া। আফগান সেনাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ট্যাংক-সাঁজোয়া যানগুলো নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তারা। সন্ত্রাস দমনের নামে আফগানিস্তানে মার্কিন সেনারা অবস্থান করে ২০ বছর। ওই সময় দেশটিতে নানামুখী খাতে যুক্তরাষ্ট্রের ব্যয় ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭০ লাখ কোটি টাকা)। মার্কিন সাময়িকী ফোর্বস বলছে, আফগানিস্তানে তালেবান হটাতে মার্কিন খরচ ছাড়িয়ে গেছে জেফ বেজোস, ইলন মাস্ক, বিল গেটসসহ বিশ্বের শীর্ষ ৩০ ধনকুবের মোট সম্পত্তির পরিমাণকেও। ফোর্বসের তথ্য অনুযায়ী, গত দুই দশকে খরচের অঙ্কটা এতই বিশাল যে, আফগানিস্তানে মার্কিনিদের প্রতিদিন খরচ হয়েছে ৩০ কোটি ডলারের বেশি (আড়াই হাজার কোটি টাকার বেশি)।

সর্বশেষ খবর