শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

‘রবীন্দ্রনাথ কালো ছিলেন’ বলে তোপের মুখে প্রতিমন্ত্রী

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ভারতের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা সুভাষ সরকার তোপের মুখে পড়েছেন। গণমাধ্যমগুলোতে এ নিয়ে চলছে সরব সমালোচনা। সূত্র : আনন্দবাজার, আজকাল। গত বুধবার পশ্চিমবঙ্গ রাজ্যের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়ে সুভাষ বলেন, ‘নোবেলজয়ী রবীন্দ্রনাথের গায়ের রং ছিল কালো, এ কারণে কবির মা কবিকে ভিন্ন চোখে দেখতেন। গায়ের রং কালো হওয়ায় কবিকে মায়ের বৈষম্যের শিকার হতে হয়েছে। কালো গাত্রবর্ণের জন্য ঠাকুরের মা এবং অন্য আত্মীয়দের মধ্যে কয়েকজন তাকে কোলেও নিতেন না।’ প্রতিমন্ত্রীর এ বক্তব্যে ভারতজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী রাজনীতিবিদরা প্রতিমন্ত্রীকে ‘অশিক্ষিত’ বলে অ্যাখ্যা দিয়েছেন।

 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তার কঠোর সমালোচনা করেছেন।

গণমাধ্যমগুলোর মধ্যে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, প্রতিমন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ে বিজেপির অনেক নেতার উপস্থিতিতে উপাচার্যের সমালোচনা করেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল। তিনি বলেন, ‘বিশ্বভারতীর উপাচার্য পাগল। বাড়িতে তাকে ইনজেকশন দিতে হয়। এই পাগল উপাচার্য বিশ্বভারতীর সংস্কৃতি নষ্ট করে দিচ্ছে। বিশ্বভারতীর রাজনীতিকরণ আগে দেখিনি। এবার বিশ্বভারতীর মধ্যে আমিও অনুষ্ঠান করব।’  শিক্ষাবিদ পবিত্র সরকার বলেছেন, ‘তাঁর (রবীন্দ্রনাথ) বাড়িতে সবাই ফর্সা ছিলেন, উনি একটু কম ফর্সা ছিলেন। কালো মানে কী? পরিপ্রেক্ষিত না বুঝে একটা কথা বলে দিলেন? ঠাকুরবাড়িতে কাউকে কোলে নেওয়া হতো না। ওভাবে কোলে করে আদর করার প্রথা ছিল না। দাসদাসীদের কাছে থাকতেন, মা একটু আদর করতেন। শিক্ষা প্রতিমন্ত্রীর মুখে এই কথাগুলো শুনে খুব হাসি পাচ্ছে। কাদের হাতে আমরা ক্ষমতা অর্পণ করে বসে আছি!’

এদিকে তোপের মুখে পড়ে এখন প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলছেন, ‘রবীন্দ্রনাথকে নিয়ে বিতর্কে জড়ানো উচিত নয়। আমি যা বলেছি তার রেকর্ড আগে নিতে হবে। আমাকে কেউ বললে তাকে আমি লিংক দিয়ে দেব। আমি রবীন্দ্রনাথের সম্মান আরও বাড়াতে চেয়েছি।’

 

সর্বশেষ খবর