রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আটলান্টিকে নৌকাডুবি ৫২ জনের মৃত্যুর শঙ্কা

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে ২২০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ অর্ধশতাধিক অভিবাসন প্রত্যাশীর সবারই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্পেনের মেরিটাইম রেসকিউ সার্ভিস বৃহস্পতিবার ডুবন্ত ডিঙিটি থেকে ৩০ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করতে পেরেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।

আফ্রিকা থেকে ৫৩ জনকে নিয়ে এক সপ্তাহ আগে রওনা দেওয়া নৌকাটির যাত্রীদের মধ্যে ওই নারীই কেবল বেঁচে আছেন বলে মনে করা হচ্ছে। ক্যানারি দ্বীপপুঞ্জের দক্ষিণে ওই ডুবন্ত নৌকাটি দেখে একটি বাণিজ্যিক জাহাজ স্পেনের জরুরি বিভাগকে খবর দেয়।

উদ্ধারকারীরা যখন পৌঁছায় তখন ৩০ বছর বয়সী ওই নারী ডুবন্ত নৌকা আঁকড়ে ধরে ছিলেন বলে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থাকে নাম না প্রকাশ করার শর্তে জানান এক উদ্ধারকর্মী। জীবিত উদ্ধার ওই নারী জানান, তাদের নৌকাটি পশ্চিম সাহারা উপকূল থেকে রওনা হয়েছিল, আর যাত্রীরা সবাই এসেছিলেন আইভরি কোস্ট থেকে। আটলান্টিক সাগরে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা অহরহই ঘটে; নিখোঁজদের লাশও প্রায় সময়ই পাওয়া যায় না।

সর্বশেষ খবর