বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা
গবেষণা প্রতিবেদন

ছয় মাসের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার কার্যকারিতা কমা শুরু হয়

ছয় মাসের মধ্যে অ্যাস্ট্রাজেনেকা ও ফাইজারের টিকার কার্যকারিতা কমা শুরু হয়

ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার পূর্ণ ডোজ টিকার কার্যকারিতা ছয় মাসের মধ্যেই কমতে শুরু করে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। গবেষণার শীর্ষ বিজ্ঞানী প্রফেসর টিম স্পেক্টর এসব কথা বলেছেন। তার নেতৃত্বে এ গবেষণা করেছে কিংস কলেজ লন্ডনের একটি টিম। আসন্ন শীতে তা কমে শতকরা ৫০ ভাগে নামতে পারে। এ জন্যই বিজ্ঞানীরা বুস্টার ডোজ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এর আগে নানা গবেষণায় বলা হয়েছিল, করোনার টিকাগুলো কমপক্ষে ছয় মাস সুরক্ষা দেয়। নতুন গবেষণায় বলা হয়েছে, ফাইজারের টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর এটি শরীরে করোনার বিরুদ্ধে ৮৮ শতাংশ সুরক্ষা দেয়। তবে পাঁচ থেকে ছয় মাস পর এই সুরক্ষা নেমে আসে ৭৪ শতাংশে। অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার চার থেকে পাঁচ মাস পর সুরক্ষাব্যবস্থা ৭৭ শতাংশ থেকে কমে ৬৭ শতাংশে দাঁড়ায়।

সর্বশেষ খবর