বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শি জিন পিংয়ের মতাদর্শ পাঠ্যপুস্তকে যুক্ত করছে চীন

শি জিন পিংয়ের মতাদর্শ পাঠ্যপুস্তকে যুক্ত করছে চীন

প্রেসিডেন্ট শি জিন পিংয়ের রাজনৈতিক আদর্শ অন্তর্ভুক্ত করা হচ্ছে চীনের জাতীয় শিক্ষা কারিকুলামে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় নতুন নির্দেশনায় বলেছে, ‘শি জিন পিংয়ের চিন্তাধারা’ টিনেজারদের মধ্যে মাওবাদী ধারণা প্রতিষ্ঠায় সহায়ক হবে। এ আদর্শ প্রাথমিক বিদ্যালয় থেকে ইউনিভার্সিটি পর্যন্ত অন্তর্ভুক্ত হবে।

মন্ত্রণালয় বলেছে, ‘শি জিন পিংয়ের ভাবনা’ চীনের ‘কিশোর-কিশোরীদের মধ্যে মাওবাদী মতাদর্শ প্রতিষ্ঠায়’ সাহায্য করবে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, এর লক্ষ্য হচ্ছে ‘সমাজতন্ত্রের নির্মাতা এবং উত্তরসূরিদের একটি সর্বাত্মক নৈতিক, বুদ্ধিবৃত্তিক, শারীরিক ও নান্দনিক ভিত্তি গড়ে তোলা।’ শি জিন পিংয়ের ধারণাগুলোর ১৪টি আলাদা আদর্শ রয়েছে। এর মধ্যে আছে নতুন উন্নয়ন ধারণা ও গভীর সংস্কারের আহ্বান। মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য নিশ্চিতের প্রতিশ্রুতি। সেনাবাহিনীর ওপর কমিউনিস্ট পার্টির একচ্ছত্র নিয়ন্ত্রণের ওপর জোর দেওয়া। এক দেশ দুই নীতি পদ্ধতি চালু রাখা এবং মাতৃভূমির সঙ্গে পুনরায় যোগ দেওয়ার ওপর জোর দেওয়া।

সর্বশেষ খবর