বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আফগানিস্তানে সহায়তা স্থগিত করল বিশ্বব্যাংক

আফগানিস্তানে আর্থিক সহায়তা দেওয়া স্থগিত করেছে বিশ্বব্যাংক। দেশটির শাসন সশস্ত্র গোষ্ঠী তালেবানের হাতে চলে যাওয়ায় প্রতিষ্ঠানটি গভীর উদ্বেগ জানিয়ে তহবিল দেওয়া বন্ধ করে দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাংকের এক মুখপাত্র বলেন, আফগানের চলমান সংকটে উন্নয়নের পাশাপাশি নারীদের বিষয়ে উদ্বিগ্ন। আমরা গভীরভাবে দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সেখানে কীভাবে নিজেদের সম্পৃক্ত রাখা যায় এর উপায় খুঁজছে বিশ্বব্যাংক। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে দীর্ঘদিন ধরে উন্নয়ন কাজে সম্পৃক্ত বিশ্বের অনেক দেশ। সম্প্রতি আফগানিস্তান আবারও তালেবানের দখলে যাওয়া এবং পরিস্থিতি অবনতি হওয়ায় আফগান ছাড়ছে প্রতিষ্ঠানগুলো। এর মধ্যেই আফগানিস্তানে আর্থিক সহায়তা দেওয়া স্থগিত করল বিশ্বব্যাংক। আফগানিস্তানে বর্তমানে একাধিক উন্নয়ন প্রকল্প রয়েছে প্রতিষ্ঠানটির। উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখল করে তালেবান।

সর্বশেষ খবর