শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

তালেবান বিশ্বাসই করে না ৯/১১ হামলার জন্য লাদেন দায়ী

তালেবান বিশ্বাসই করে না ৯/১১ হামলার জন্য লাদেন দায়ী

৯/১১ হামলার নেপথ্যে হাত ছিল না তৎকালীন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। এবার এমন দাবি করল তালেবান। শুধু তাই নয়, সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আরও দাবি করেছেন, আফগানিস্তানে হানা দিতে টুইন টাওয়ার হামলাকে হাতিয়ার করেছিল আমেরিকা। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘২০ বছরের যুদ্ধের পরও ২০০১ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলায় লাদেনের জড়িত থাকার কোনো প্রমাণ নেই। এই যুদ্ধের পক্ষে কোনো বৈধ যুক্তি নেই। এটা আমেরিকার জন্য হামলা চালানোর (আফগানিস্তানে) অসিলা মাত্র ছিল।’ মার্কিন হানায় নিহত লাদেনের পক্ষে যুক্তি তুলে ধরে তালেবান মুখপাত্র আরও বলেন, ‘লাদেন যখন আমেরিকার কাছে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি তখন আফগানিস্তানেই ছিলেন। কিন্তু লাদেনই যে আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে হামলা চালিয়েছিলেন, তালেবান সেই তথ্য মানে না।’ আমেরিকা সর্বদাই দাবি করে আসছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ওই সন্ত্রাসী হামলার পেছনে ছিলেন সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান বিন লাদেন। এনবিসি নিউজের সাংবাদিক রিচার্ড এঙ্গেল আফগানিস্তানে তালেবান মুখপাত্রের ওই সাক্ষাৎকার নেন। জাবিউল্লাহকে প্রশ্ন করা হয়েছিল, তালেবান নতুন করে ক্ষমতা দখলের পর আফগানিস্তান কি আবারও সন্ত্রাসের ঘাঁটি হয়ে উঠবে কি না। এর উত্তরে তিনি বলেন, এমন কোনো প্রমাণ নেই যে লাদেন ওই হামলার সঙ্গে জড়িত ছিলেন। তারপরও আমরা প্রতিশ্রুতি দিয়েছি আফগানিস্তানের মাটি ব্যবহার করে কারও বিরুদ্ধে কোনো হামলা চালানো হবে না। এরপর তাকে আবারও প্রশ্ন করা হলে মুজাহিদ জবাব দেন, ওই হামলার সঙ্গে লাদেনের যুক্ত থাকার কোনো প্রমাণ নেই।

উল্লেখ্য, ২০০৪ সালে এক বার্তায় বিন লাদেন ১১ সেপ্টেম্বরের ওই হামলার দায় স্বীকার করেছিলেন। এ ছাড়া তার এই হামলার সঙ্গে যুক্ত থাকার পক্ষে শক্তিশালী প্রমাণ উপস্থাপন করেছে যুক্তরাষ্ট্র। তালেবানের নিয়ন্ত্রণে থাকা আফগানিস্তানে নিরাপদে বসে বিশ্বজুড়ে সন্ত্রাসী হামলা পরিচালনা করছিল আল-কায়েদা। এর প্রতিক্রিয়ায়ই ২০০১ সালে আফগানিস্তান আক্রমণ করে যুক্তরাষ্ট্র। তালেবানকে এর আগে আল-কায়েদা নেতাদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার আহ্বান জানালেও মানেনি তারা। আফগানিস্তান অভিযানের এক মাসের মধ্যেই তালেবানকে ক্ষমতাচ্যুত করে পশ্চিমা বাহিনী। যদিও ওসামা বিন লাদেনকে ধরতে বহুদিন লেগে যায়। অবশেষে ২০১১ সালের ১ মে পাকিস্তানে অভিযান চালিয়ে লাদেনকে হত্যায় সমর্থ হয় যুক্তরাষ্ট্র।

সর্বশেষ খবর