শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভারতে সংসদের সব দল মূল্যায়ন করল আফগান পরিস্থিতি

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতীয় সংসদের সব দলের সঙ্গে গতকাল বৈঠকে মিলিত হয় দেশটির সরকার। তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকে আফগানিস্তান পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর সংসদ সদস্যদের বলেন, ‘কাবুল বিমানবন্দর এবং তার পাশে লাগাতার গোলাগুলি চলায় ভারতীয় ও অন্য দেশের নাগরিকদের নিয়ে আসার কাজে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। একই সঙ্গে রাস্তায় বহু ব্যারিকেড রয়েছে। সেগুলোতে আরও বাধা তৈরি হচ্ছে।’ তিনি জানান, অধিকাংশ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে। কিছু নাগরিক এখনো রয়ে গেছেন। যারা বিমানে উঠতে পারেননি। তিনি বলেন, তালেবানরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছিল কাবুল দখল করার পর তা মানছে না।

ড. জয়শংকর বলেন, আপাতত কাবুল, জেরাত, কান্দাহার, হেরাত ও জালালাবাদের ভারতীয় কূটনীতিকদের ফিরিয়ে আনা হয়েছে। আফগানিস্তানের পরবর্তী পরিস্থিতির ব্যাপারে বিভিন্ন দেশের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত প্রধান লক্ষ্য সব ভারতীয়কে ফিরিয়ে আনা। তাদের সঙ্গে নেপাল আর আফগানিস্তানের নাগরিকদেরও আনা হচ্ছে। ই-ভিসা পদ্ধতি চালু করা হয়েছে। বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সব রাজনৈতিক দল জাতীয় ঐক্য ও সংহতির স্বার্থে একসুরেই কথা বলেছে। ৩১টি দলের নেতারা এই বৈঠকে অংশগ্রহণ করেন। পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলাও বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক প্রসঙ্গে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, তারা এক আফগান মহিলা কূটনীতিককে ভারতে নিয়ে আসার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তারা মনে করেন আফগানদের তাদের স্বদেশেই থাকা উচিত। তিনি বলেন, মন্ত্রী আশ্বাস দিয়েছেন ভবিষ্যতে বিষয়টির ওপর নজর রাখা হবে।

উদ্ধার করার জন্য এ পর্যন্ত ১৫ হাজার মানুষ ভারত সরকারের কাছে আবেদন করেছেন। ভারতীয় ফেরত এসেছেন ৬ শতাধিক।

সর্বশেষ খবর