শিরোনাম
শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

হামিদ কারজাই ও আবদুল্লাহ ‘গৃহবন্দী’

হামিদ কারজাই ও আবদুল্লাহ ‘গৃহবন্দী’

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ও কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আবদুল্লাহকে গৃহবন্দী করেছে তালেবান। সিএনএনকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।  গত সপ্তাহে তালেবান প্রতিনিধিরা কারজাই ও আবদুল্লাহর সঙ্গে একটি বৈঠক করেছিলেন যাকে ‘অন্তর্ভুক্তিমূলক’ সরকার গঠন প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করা হয়েছিল। সিএনএন-জানিয়েছে, আবদুল্লাহর বাড়ি চরমপন্থিরা ‘তল্লাশি’ করেছে। তাদের নিরাপত্তা সদস্যদেরও প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে আবদুল্লাহর বাড়িতে রয়েছেন হামিদ কারজাই।

তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর থেকে সরকার গঠন নিয়ে হামিদ কারজাই, আবদুল্লাহ আবদুল্লাহ ও ধর্মীয় নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের সমন্বয়ে গঠিত ‘হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকন্সিলিয়েশন’-এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল।

তালেবানের পরিকল্পনা অনুযায়ী দেশটির চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় ও ভবিষ্যতে সরকার গঠনে তারা ১২ সদস্যের গ্র্যান্ড কাউন্সিলও তৈরি করেছেন। মনে করা হচ্ছে, মূলত বহির্বিশ্বে স্বীকৃতি পাওয়ার লক্ষ্যে এটা তাদের প্রচেষ্টার অংশ।

সর্বশেষ খবর