শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাইডেনের সিদ্ধান্ত নিয়ে ফরাসি প্রেসিডেন্টের ক্ষোভ

কাবুল বিমান বন্দরের পাশে ভয়াবহ হামলায় শতাধিক মানুষ নিহত বিশেষ করে ১৩ মার্কিন সেনার মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় চলছে যুক্তরাষ্ট্রে। দেশটির একটা বড় অংশই মনে করছে, তড়িঘড়ি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার না করলে এই পরিস্থিতি তৈরি হতো না। সোশাল মিডিয়াতেও আঙুল উঠেছে তাঁর দিকে। এবার বন্ধু দেশ ফ্রান্সের প্রেসিডেন্টও তাঁর দিকেই ঠারেঠোরে আঙুল তুললেন। বললেন, আমেরিকা দ্রুত সেনা প্রত্যাহারের কারণেই অন্য দেশগুলোও সমস্যায় পড়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়ারল্যান্ডে এক দিনের সফরে গেছেন। সেখানে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ৩১ আগস্টের মধ্যে আমেরিকার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ‘আমাদের এমন পরিস্থিতিতে ফেলেছে, যা নিয়ন্ত্রণের বাইরে।’ তাঁর কথায়, ‘শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ না বেশি জনকে উদ্ধার করা যাচ্ছে, ততক্ষণ আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। আমাদের নাগরিকদের সুরা, নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখতে হবে।’

এখন পর্যন্ত ২,৬০০ জনকে আফগানিস্তান থেকে সরিয়ে এনেছে ফ্রান্স। তাঁদের মধ্যে ২০০০ জন আফগান নাগরিক।

 

সর্বশেষ খবর