মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মহাকাশে গেল আইসক্রিম লেবু, চিংড়ি ও পিঁপড়ে

মহাকাশে গেল আইসক্রিম লেবু, চিংড়ি ও পিঁপড়ে

স্পেস-এক্স তার বছরের ২১তম রকেট রবিবার উৎক্ষেপণ করেছে। তার তাতে করে মহাকাশে গেছে আইসক্রিম। সঙ্গে লেবু ও অ্যাভোকাডো। গেল প্রচুর চিংড়ি মাছ আর পিঁপড়েও। সবমিলিয়ে, ২ হাজার ১৭০ কিলোগ্রাম ওজনেরও বেশি জিনিসপত্র। নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে রবিবার ভোর হওয়ার আগেই ওইসব জিনিস নিয়ে মহাকাশে রওনা হয় ধনকুবের এলন মাস্কের সংস্থা ‘স্পেস-এক্স’-এর ‘ফ্যালকন’ রকেট। ভূপৃষ্ঠের ৩৭০ কিলোমিটার ওপরে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ওইসব জিনিসপত্র পৌঁছে দিতে। স্পেস-এক্সের তরফে জানানো হয়েছে, ‘ড্রাগন’ নামে একটি ক্যাপসুলের মধ্যে ওইসব জিনিসপত্র পুরে মহাকাশে রওনা হয়ে যায় অত্যন্ত শক্তিশালী ফ্যালকন রকেট। আইসক্রিম, ফল আর নানা ধরনের খাবার পাঠানো হয়েছে মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের জন্য। তবে ওইসব জিনিসপত্র ছাড়াও এবার আর একটি জিনিস পাঠানো হয়েছে মহাকাশ স্টেশনে। সেটি হলো মানুষের আকারের একটি সুবিশাল ‘রোবটিক আর্ম’ বা রোবট বাহু। মহাকাশে ভরশূন্য অবস্থায় এটি কতটা কার্যকর হয়, তা বুঝতেই জাপানের একটি সংস্থার বানানো বিশাল রোবট বাহুটিকে এবার পাঠানো হলো মহাকাশ স্টেশনে। প্রায় সাড়ে ৪ দশক পর ২০২৪ সালে ‘আর্টেমিস’ অভিযানে মহাকাশচারীদের ফের চাঁদে নামাতে চলেছে নাসা। সেই অভিযানের বিভিন্ন পর্যায়ে এই রোবট বাহুর ব্যাপক ব্যবহার হবে। চাঁদে  আর মহাকাশ স্টেশনে ভরশূন্য অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে নানা ধরনের উদ্ভিদ, পিঁপড়ে আর লবণাক্ত পানির চিংড়ি মাছ।

সর্বশেষ খবর