মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

প্রিন্সেস ডায়ানার আজ ২৪তম মৃত্যুবার্ষিকী

প্রিন্সেস ডায়ানার আজ ২৪তম মৃত্যুবার্ষিকী

প্রিন্সেস ডায়ানার ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৭ সালের আজকের এদিনে তার মৃত্যু হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি টানেলে বন্ধুসহ ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ছেলে প্রিন্স চার্লসের প্রথম স্ত্রী ছিলেন ডায়ানা। সমাজসেবার জন্য তাঁর জনপ্রিয়তা ছিল। মৃত্যুর সময় তাঁর বয়স ছিল ৩৬ বছর। ১৯৬১ সালের ১ জুলাই জন্ম নেওয়া ডায়ানা ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত যুক্তরাজ্যের যুবরাজ্ঞী ছিলেন। তাঁর পুত্র উইলিয়াম ও হ্যারি। ফ্যাশন, সৌন্দর্য, এইডস রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে তাঁর অবদান এবং ভূমি মাইনের বিরুদ্ধে আন্দোলন তাঁকে বিখ্যাত করেছে।

জীবদ্দশায় ডায়ানাকে বলা হতো বিশ্বের সর্বাধিক আলোকচিত্রিত নারী। অবশ্য সমালোচকদের মতে, এ খ্যাতি এবং খ্যাতির জন্য প্রচেষ্টাই ডায়ানার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল।

সর্বশেষ খবর