বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ভারতে এক দিনে সোয়া কোটি টিকা দেওয়ার রেকর্ড

ভারতে মঙ্গলবার ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৩০০ ডোজ করোনার টিকা দেওয়া হয়। করোনার টিকাদান কার্যক্রম শুরুর পর থেকে দেশটিতে ওই দিনই সর্বোচ্চসংখ্যক টিকার ডোজ দেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবারই দিনে ১ কোটি টিকা দেওয়ার মাইলফলক স্পর্শ করে ভারত। গত মাসজুড়ে দেশটিতে ১৮ কোটি ৩৫ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এ তথ্যানুযায়ী, গড়ে প্রতিদিন দেওয়া হয়েছে ৫৯ লাখ ডোজ টিকা। এর আগের মাসেই প্রতিদিন গড়ে ১৬ লাখ ডোজ টিকা দেওয়া হয়। কর্তৃপক্ষ দাবি করেছে টিকা দেওয়ার গতি বাড়ানোর কারণে সংক্রমণ কমে গেছে।

করোনা মহামারীর ভয়াবহ পরিস্থিতি সামলে নিয়ে সম্প্রতি ভারতে সংক্রমণ কমে এসেছে। তবে দেশটির বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন, সংক্রমণ আবারও বাড়তে পারে। এই সংক্রমণ ঠেকাতে টিকা প্রয়োগের হার বাড়ানোর পদক্ষেপ নেয় ভারত। চলতি সেপ্টেম্বরে ভারতের হাতে কমপক্ষে ২৫ কোটি ডোজ টিকা রয়েছে। এতে দেশটিতে টিকাদানের হার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাত পর্যন্ত দেশটির ৫০ কোটি মানুষকে ৬৫ কোটি ১২ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর