বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নাইজেরিয়ায় ছড়িয়ে পড়েছে কলেরা মৃত্যু ৪৩

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মারাত্মক আকারে ছাড়িয়েছে পড়েছে কলেরা। আর এই কলেরায় ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। হাসপাতালে ভর্তি ৫৭ জন। গেল কয়েক দিনে দেশটিতে সাড়ে পাঁচ শরও বেশি কলেরা আক্রান্তের খবর মিলেছে। বোর্নো রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা এরই মধ্যে কলেরাকে মহামারী ঘোষণা করেছে। কর্মকর্তারা বলছেন, মহামারী প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। দারিদ্র্যপীড়িত বোর্নো রাজ্যে দুর্বল পয়ঃনিষ্কাশন ব্যবস্থা আর অপ্রতুল স্বাস্থ্যসেবাকে কলেরা ছড়িয়ে পড়ার অন্যতম কারণ মনে করা হয়। এ ছাড়া নাইজেরিয়ায় বিশুদ্ধ খাবার পানির অভাবও রয়েছে।

সর্বশেষ খবর