শিরোনাম
বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পেরুতে বাস খাদে নিহত ৩২

পেরুর রাজধানীর কাছে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে দুই শিশুসহ ৩২ জন নিহত হন। আহত হয়েছেন আরও ২০ জনের বেশি মানুষ। মাত্র চার দিনের ব্যবধানে এটি দেশটির তৃতীয় বড় দুর্ঘটনা। মঙ্গলবার রাজধানী লিমা থেকে বেশ দূরে ক্যারেটেরা সেন্ট্রাল রোডের একটি সরু অংশে এই দুর্ঘটনা ঘটেছে। বাসটিতে ৬৩ জন যাত্রী ছিলেন। দেশটির সরকারি কর্মকর্তারা জানান, রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) পূর্বে অবস্থিত সংকীর্ণ এই সড়কটি লিমার সঙ্গে আন্দিজ পার্বত্য অঞ্চলকে যুক্ত করেছে।

পুলিশ কমান্ডার সিজার সার্ভেন্টেস গণমাধ্যমকে বলেন, দুর্ভাগ্যজনকভাবে অন্তত ৩২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ছয় বছর ও তিন বছরের শিশু রয়েছে। দুর্ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকাজ চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। সেটি সরু রাস্তায় অত্যন্ত দ্রুতগতিতে চলছিল। হতাহতদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটি একটি পাথরে আঘাত করেছিল। এরপরই ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। এর আগে গত রবিবার পেরুর আমাজন নদীতে দুই নৌকার ধাক্কায় ২২ জন নিহত হন। ওই ঘটনায় এখনো অনেকে নিখোঁজ আছেন। এর দুই দিন আগে, দক্ষিণ আমেরিকার দেশটির দক্ষিণ-পূর্বে আরেকটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হন। আল জাজিরা জানায়, পেরুতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। যানবাহনের দ্রুতগতি, মহাসড়কের বেহাল অবস্থা, দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে প্রায় পেরুতে এমন ভয়াবহ দুর্ঘটনা প্রায়সই ঘটে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর