শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জলবায়ু নিয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান কিমের

জলবায়ু নিয়ে জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান কিমের

উত্তর কোরিয়ায় খাদ্য সংকট মোকাবিলায় কর্মকর্তাদের আহ্বান জানানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন নেতা কিম জং-উন। গত বছর টাইফুন, খরা ও অতিবৃষ্টিতে জর্জরিত হয়েছে উত্তর কোরিয়া। এতে দেশটিতে শস্য নষ্ট হয়ে খাদ্য সংকট দেখা দেয়। এ বছরও দেশটি একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কিম বলেছেন, ‘অস্বাভাবিক জলবায়ু’ মোকাবিলায় পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে তিনি খরা ও বন্যা সামলানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার ক্ষমতাসীন দলের পলিটব্যুরো বৈঠকের ভাষণে কিম জং-উন এসব কথা বলেন বলে জানিয়েছে বিবিসি। তিনি বলেন, গত কয়েক বছরে জলবায়ু পরিবর্তনের হুমকি বেড়ে চলেছে। তাই আশু ব্যবস্থা নেওয়া জরুরি। দেশের বন্যা প্রতিরোধী অবকাঠামোগুলো উন্নয়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নদীগুলোর উন্নয়ন করতে হবে, বনায়ন করতে হবে যাতে ভূমিক্ষয় না হয় এবং বাঁধ নির্মাণ প্রকল্পগুকে অগ্রাধিকার দিতে হবে।’ প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হলেও উত্তর কোরিয়ার অর্থনীতি মূলত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাছাড়া, কভিড মহামারী মোকাবিলায় সীমান্ত বন্ধ করা এবং কঠোর লকডাউনের কারণেও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত উত্তর কোরিয়ায় কভিড-১৯ সংক্রমণের কোনো খবর না পাওয়া গেলেও বন্ধ সীমান্ত এবং লকডাউনের কারণে দেশটি বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। এর প্রভাব পড়ছে অন্য দেশগুলো বিশেষত, চীন থেকে উত্তর কোরিয়ার পণ্য আমদানির পাশাপাশি দেশটির জনজীবনেও।

সর্বশেষ খবর