শিরোনাম
শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ছয় মাসে দেড় কোটি ডোজ ভ্যাকসিন অপচয় যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে ফার্মাসি এবং প্রাদেশিক সরকারগুলো অন্তত দেড় কোটি ডোজ কভিড-১৯ ভ্যাকসিন ফেলে দিয়েছে। মার্চ মাস থেকে এ পর্যন্ত এই পরিমাণ ভ্যাকসিন নষ্ট করা হয়েছে দেশটিতে। সরকারের একটি নথি ঘেঁটে এমন খবর দিয়েছে এনবিসি নিউজ। প্রাথমিকভাবে যে পরিমাণ ভ্যাকসিন নষ্টের কথা ধারণা করা হয়েছিল এই সংখ্যা তার থেকে অনেক বেশি। দেশটির চারটি ফার্মাসি চেইন জানিয়েছে, গত পাঁচ মাসে তাদের প্রত্যেকেই কমপক্ষে ১০ লাখের বেশি ভ্যাকসিন নষ্ট করেছে। মঙ্গলবার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়। এরমধ্যে ওয়ালগ্রিনস সব থেকে বেশি ২৬ লাখ ডোজ ভ্যাকসিন নষ্ট করেছে। এ নিয়ে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শরিফা সেকালালা বলেন, যেখানে আফ্রিকার দেশগুলো তাদের জনসংখ্যা ৫ শতাংশকেও ভ্যাকসিন দিতে পারেনি সেখানে যুক্তরাষ্ট্রে এত ভ্যাকসিনের অপচয় সত্যিই দুঃখজনক।

 এটি একটি বিশাল বৈষম্য এবং সন্দেহযুক্ত। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ৪০ কোটিরও বেশি ডোজ ভ্যাকসিন প্রদান করেছে নাগরিকদের মধ্যে।

সর্বশেষ খবর