শিরোনাম
রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নিউইয়র্কে শিক্ষার্থীদের স্কুলসামগ্রী বিতরণীতে ওকাসিয়ো করটেজ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নিউইয়র্কে শিক্ষার্থীদের স্কুলসামগ্রী বিতরণীতে ওকাসিয়ো করটেজ

কমিউনিটিভিত্তিক সম্প্রীতির বন্ধন সুসংহত করে করোনার ভীতি কাটিয়ে ওঠার উদাত্ত আহ্বান জানালেন মার্কিন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো-করটেজ। নতুন শিক্ষাবর্ষে নতুন ক্লাসে যাওয়া ছাত্রছাত্রীদের মধ্যে ‘ব্যাকপ্যাক’সহ স্কুলসামগ্রী ও করোনায় বিপর্যস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণকালে সবচেয়ে জনপ্রিয় কংগ্রেসওম্যান করটেজ আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ক্লাসে যেতে হবে। মনোবল শক্ত করে পরস্পরের সান্নিধ্যে আসতে হবে। আমেরিকা কখনো করোনার কাছে মাথা নত করবে না। ব্রঙ্কস ও কুইন্সের অভিবাসী সমাজের অকৃত্রিম বন্ধু হিসেবে উঠে আসা এই ডেমোক্র্যাট প্রবাসী বাংলাদেশিদেরও অভিবাদন জানিয়েছেন বারবার তাঁকে বিজয় প্রদানের জন্য। ১৩ সেপ্টেম্বর নিউইয়র্কের স্কুল খুলবে এবং গত বছরের মার্চের পর এটাই হবে ক্লাসে যোগদানের প্রথম ঘটনা।

সর্বশেষ খবর