মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

গাদ্দাফিপুত্র সাদি মুক্ত

গাদ্দাফিপুত্র সাদি মুক্ত

লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটির সরকারি একটি সূত্র ও ঐক্য সরকারের একটি সূত্র রবিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে। ২০১১ সালে লিবিয়ায় নেটো জোট সমর্থিত এক অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। ওই সময় সাদি প্রতিবেশী নাইজারে পালিয়ে যান, কিন্তু ২০১৪ সালে তাকে লিবিয়ার কাছে সমর্পণ করা হয়। এরপর থেকে তিনি ত্রিপোলিতে বন্দী ছিলেন। মুক্তি পাওয়ার পরপরই সাদি বিমানযোগে ইস্তাম্বুল চলে গেছেন বলে সরকারি সূত্রটি রয়টার্সকে জানিয়েছে। গাদ্দাফি জমানার অবসানের পর থেকেই লিবিয়া বিশৃঙ্খলা, বিভক্তি ও সহিংসতায় জর্জরিত হয়ে আছে। শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় মার্চে দেশটিতে জাতীয় ঐক্য সরকার স্থাপিত হয়। এ সরকারের অধীনে ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। সেই নির্বাচনে সাদির ভাই সাইফ আল ইসলাম গাদ্দাফির প্রতিদ্ধন্ধিতা করার কথা।

সর্বশেষ খবর