শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ওয়াশিংটনে সমাবেশের ডাক ট্রাম্প সমর্থকদের

সহিংসতার আশঙ্কা

ওয়াশিংটনে সমাবেশের ডাক ট্রাম্প সমর্থকদের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ওয়াশিংটন ডিসিতে ‘জাস্টিস ফর জানুয়ারি ৬’ নামে ১৮ সেপ্টেম্বর সমাবেশের ডাক দিয়েছেন। এ সমাবেশকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজধানীতে জড়ো হতে শুরু করেছেন তারা। সহিংস ঘটনার আশঙ্কা করা হচ্ছে এ সমাবেশে। তবে যুক্তরাষ্ট্র প্রশাসন বলছে, যে কোনো ধরনের সহিংসতা মোকাবিলায় তারা প্রস্তুত আছে।  গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্প সমর্থকরা। এ হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচারের প্রতিবাদ জানাতেই ট্রাম্প-সমর্থকরা সমাবেশ ডেকেছেন। ট্রাম্প সমর্থক ‘প্রাউড বয়েজ’ নামের শ্বেতাঙ্গ উগ্রবাদী সংগঠনসহ অন্যরা এ সমাবেশ নিয়ে অনলাইনে ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছে। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫০০ জনের বেশি লোককে শনাক্ত করে তদন্ত করা হয়েছে।

 তাদের অনেকের নামে অপরাধ আইনে আদালতে অভিযোগ দেওয়া হয়েছে। এসব অভিযুক্ত ব্যক্তিকে সমর্থন জানানোর জন্যই ট্রাম্প সমর্থকরা ১৮ সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছেন। অন্যদিকে ট্রাম্পবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’সহ আরও কিছু উদারনৈতিক সংগঠন একই দিনে ওয়াশিংটন ডিসিতে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে। পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে।

এদিকে ক্যাপিটল পুলিশপ্রধান টম ম্যানগার এক বিবৃতিতে জানিয়েছেন, ১৮ সেপ্টেম্বরের সমাবেশকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সর্বশেষ খবর