শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

হুমকি উপেক্ষা করে আফগানিস্তানে চলছে বিক্ষোভ

আফগানিস্তানে তালেবানের ঘরে থাকার চাপ, হুমকি উপেক্ষা করে নিজেদের অধিকার আদায়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে নারীরা। আফগানিস্তানের কয়েকটি জায়গায় আবার বিক্ষোভে নেমেছে তারা। পাকিস্তান দূতাবাসের কাছে বেশ কয়েকজন জড়ো হয়ে প্রতিবাদ জানানোর সময় তালেবান সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের।

কাবুলের উত্তর-পূর্বের কাপিসা প্রদেশে নারীদের আরেকটি বিক্ষোভ হয়েছে। সেখানে কয়েকজন নারী গ্রেফতার হওয়ার খবর জানিয়েছে আমাজ নিউজ। এদিকে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে বিশ্বের দেশগুলোকে আহ্বান জানিয়ে হেলমান্দ প্রদেশে বিক্ষোভরত আলাজি, তিনি বলেন, ‘এটা হলে আমাদের জীবন অনেকটা সহজ হবে। তালেবান সরকারকে স্বীকৃতি না দিলে কে ভুক্তভোগী হবে জানেন? আমরা, সাধারণ মানুষ।’

সর্বশেষ খবর