সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভুপেন্দ্র প্যাটেল

গুজরাটের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভুপেন্দ্র প্যাটেল

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতা ভুপেন্দ্র প্যাটেলই হচ্ছেন গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী। শনিবার বিজয় রুপানির পদত্যাগের পর প্রথম সারির অনেক নেতার নাম আলোচনায় উঠে আসে। তবে গতকাল বিজেপির কেন্দ্রীয় নেতাদের দফায় দফায় বৈঠকের পর পাতিদার সম্প্রদায়ের নেতা ভুপেন্দ্র প্যাটেলকেই মুখ্যমন্ত্রী করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ভুপেন্দ্র গুজরাটের ঘাটলোদিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আগামী বছর গুজরাটে বিধানসভার ভোট হওয়ার কথা রয়েছে। এক বছর আগেই ক্ষমতা থেকে সরে যান বিজয় রুপানি। তার পদত্যাগের কারণ যদিও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, করোনা মহামারী ঠেকাতে ব্যর্থ হওয়ার কারণে কেন্দ্রীয় নেতারা নাখোশ ছিলেন তার ওপর। ২০১৪ সালে মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর তার উত্তরসূরি মনোনীত হয়েছিলেন আনন্দীবেন। ২০১৬ সালে ইস্তফা দেন তিনি। মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান বিজয় রুপানি। তার নেতৃত্বেই ২০১৭ সালের বিধানসভা ভোটে জয় পায় বিজেপি।

সর্বশেষ খবর