সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

চলে গেলেন পেরুর দুর্ধর্ষ গেরিলা নেতা গুজমান

চলে গেলেন পেরুর দুর্ধর্ষ গেরিলা নেতা গুজমান

লাতিন আমেরিকার দেশ পেরুর কমিউনিস্ট গেরিলা নেতা আবিমায়েল গুজমান কারাবন্দী অবস্থায় মারা গেছেন। মাওবাদী গেরিলা গোষ্ঠী শাইনিং পাথের প্রতিষ্ঠাতা গুজমানের বয়স হয়েছিল ৮৬ বছর। দর্শনশাস্ত্রের সাবেক এই অধ্যাপক সন্ত্রাসবাদ ও দেশদ্রোহের অভিযোগে ১৯৯২ সাল থেকে যাবজ্জীবন কারাদন্ড ভোগ করছিলেন। গত জুলাই মাসে গুজমান নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যায় পড়েন। পরে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। কারাবন্দী অবস্থায় গত শনিবার তার মৃত্যু হয়। পেরুতে মাওবাদী গেরিলাদের সঙ্গে দেশটির সরকারি বাহিনীর এক দশকের বেশি সময় ধরে সংঘাত চলে। এই সংঘাতে ৭০ হাজার মানুষ নিহত বা বাস্তুচ্যুত হন।

সর্বশেষ খবর