মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইরান : ইসরায়েল

মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইরান : ইসরায়েল

মধ্যপ্রাচ্যের যোদ্ধাদের ইরান ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ। তিনি বলেন, তারা গোয়েন্দা তথ্যের মাধ্যমে এ খবর জানতে পেরেছেন। তবে ইরান ইসরায়েলের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। খবর আলজাজিরা।

কাতারভিত্তিক এই সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনি যোদ্ধাদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইরান। ইস্পাহান শহরে অবস্থিত একটি সামরিক বিমান ঘাঁটিতে এই প্রশিক্ষণ দিচ্ছে ইরান- এমন দাবি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজের।

গত রবিবার দেশটির রেইচম্যান ইউনিভার্সিটিতে এক সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বেনি গ্যান্টজ এসব কথা বলেন। তিনি বলেন, গাজা উপত্যকায় কীভাবে মনুষ্যবিহীন ড্রোন বানানো যাবে তেহরান সেই  চেষ্টা করছে। ইরানের ইস্পাহান শহরের কাসানে ড্রোনের রানওয়ে আছে বলেও দাবি করেন তিনি।

তবে ইরান ইসরায়েলের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। এদিকে পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের চরম উত্তেজনা বিরাজ করছে। জাতিসংঘের একাধিক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, তেহরান  গোপনে পরমাণু চুল্লি বৃদ্ধি করেছে।

সর্বশেষ খবর